আজ শুক্রবার রাতে উয়েফা ন্যাশন্স লিগে মাঠে নামবে গ্রুপ ওয়ানের চার দল। গতবারের রানার্সআপ নেদারল্যান্ডস আতিথ্য দেবে পোল্যান্ডকে।
আমস্টারডামের ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে চোখ থাকবে সবার। গত বিশ্বকাপ মিস করলেও সেই ধাক্কা থেকে ঘুরে দাঁড়িয়েছে নেদারল্যান্ডস। ন্যাশন্স লিগের প্রথম আসরের ফাইনালে উঠেছিলো ডাচরা। রোনালদোর পর্তুগালের কাছে হেরে হয়েছিলো রানার্সআপ।
আরেক ধাপ এগোনোর মিশনে দ্বিতীয় আসরের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রবার্ট লেওয়ানডফস্কির পোলান্ড। ডাচ শিবিরে, অনুশীলনে তারকাদের সবাই ছিলেন উপস্থিত। তবে, সমস্যা অন্য জায়গায়। তাদের কোচ রোনাল্ড কোম্যান যোগ দিয়েছেন বার্সেলোনায়। মানিয়ে নেয়ার কাজটা তাই ভ্যান ডাইক, ডি ইয়ং, ডিপাইদের করতে হবে দ্রুতই। আর আরেক ম্যাচে ঘরের মাঠে ইতালির লড়াই বসনিয়ার সঙ্গে। দুই ম্যাচই শুরু হবে রাত পৌনে ১টায়।