আমীর হোসেন »

করোনাভাইরাস উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে আসা এক তরুণের সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। একই সঙ্গে ভাইরাল হয়েছে তাকে পানি পান করানো ও মাথায় পানি ঢালার আরও দুটি ছবিও।

ওই তরুণের সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকার ছবিটি তুলেছেন দেশ রূপান্তরের ফটো সাংবাদিক রুবেল রশীদ। আর তাকে রুবেল রশীদের পানি পান করানো ও মাথায় পানি ঢালার ছবি দুটি তোলেন কালের কণ্ঠের স্পোর্টস ফটো-সাংবাদিক মীর ফরিদ।

ঘটনার বিষয়ে ফটো সাংবাদিক রুবেল রশীদ বলেন, ‘প্রতিদিনের মতো করোনা পরিস্থিতির ছবি নিতে মুগদা হাসপাতালে যাই। বেলা সোয়া ১১টার দিকে গিয়ে দেখি হাসপাতালের লনে এক তরুণ জ্ঞান হারিয়ে পড়ে আছে।’

ভারত-জাপান ম্যাচে হার-জিত ছাপিয়ে বিশ্বকাপে জয় হলো ক্রিকেটের ≣ [১]টেকনাফে করোনা সন্দেহে২৭৩জনের নমুনা সংগ্রহ,হোম কোয়ারেন্টাইনে৭৫০ ≣ প্রাধানমন্ত্রীর উপর সন্তুষ্ট ৮৬ ভাগ মানুষ, সরকারের ওপর ৮৫ ভাগ

‘আমি ক্যামেরায় দুটি ক্লিক করেই দৌড়ে সেখানে যাই। পাশে বসে থাকা একজন বয়স্ক লোকের হাত থেকে পানির বোতল অনেকটা কেড়ে নিয়ে নিই। পরে ছেলেটাকে তুলে ধরে বসিয়ে মাথায় পানি দিই এবং পানি পান করাই’, বলেন তিনি।

এই ফটো সাংবাদিক বলেন, ‘আমি ওই বয়স্ক মানুষকে বলি—আপনারা এখানে আছেন, অথচ ছেলেটাকে একটু পানি দিলেন না। প্রায় একশ’র মতো লোক আশপাশে ছিল, কিন্তু কেউ ছেলেটির দিকে এগিয়ে আসেনি।’

নেটিজেনদের প্রশংসার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘সব কিছু ছাপিয়ে আমি একজন মানুষ। ওই ছেলেটা আমার ভাইও হতে পারতো। দায়িত্ববোধ থেকেই আমি কাজটি করেছি।’

রুবেল রশীদ বলেন, ‘ছেলেটি আমাকে বলেছিলেন তার সঙ্গে তার বোন এসেছিল। কিন্তু দুপুর দেড়টা পর্যন্ত সেখানে অপেক্ষা করেও তার কোনো দেখা পাইনি।’

শেয়ার করুন »

মন্তব্য করুন »