বার্তাবাংলা ডেস্ক »

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর সাঁজোয়া যানের ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মীরের হাটের মুন্সীর মসজিদ এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দুইজনের লাশ উদ্ধার করেন। আরও দুইজনকে আহত অবস্থায় পাঠানো হয় হাসপাতালে।

নিহতদের মধ্যে একজনের নাম রোকেয়া বেগম, বয়স ৪৫ বছর। অন্যজন আনুমানিক ৩৫ বছর বয়সী একজন পুরুষ।

সবুর (২৭) ও আশরাফ সিদ্দিক (৩০) নামে আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটহাজরী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, “সেনাবাহিনীর কয়েকটি গাড়ি হাটহাজারীর চারিয়া ফায়ারিং রেঞ্জে যাচ্ছিল। এর মধ্যে একটি সাঁজোয়া যান নিয়ন্ত্রণ হারিয়ে দুটো অটোরিকশাসহ খাদে পড়ে যায়।”

দুর্ঘটনায় দুইজন নিহতের ঘটনা স্বীকার করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান বলেন, “সেনা সদস্যরা হাটহাজারীর ফিল্ড ফায়ারিং রেঞ্জে যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলে সেনাবাহিনীর লোকজন আছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

শেয়ার করুন »

মন্তব্য করুন »