বার্তাবাংলা ডেস্ক »

Ekushey-Padak-sm20130207083758বার্তাবাংলা ডেস্ক ::দেশ ও সমাজে উল্লেখযোগ্য অবদান রাখার পুরস্কারস্বরূপ একুশে পদক ২০১৩’র জন্য মনোনীত হয়েছেন ১৩ জন জাতীয় ব্যক্তিত্ব। ফেব্রুয়ারির ২০ তারিখ ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীতদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবারের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এবারের পদকে ভাষা আন্দোলনের জন্য মনোনীত হয়েছেন এমএ ওয়াদুদ (মরণোত্তর), অধ্যাপক অজিত কুমার গুহ (মরণোত্তর), অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান (মরণোত্তর) ও তোফাজ্জল হোসেন। সমাজকল্যাণের জন্য মুক্তিযোদ্ধা মোস্তফা শহীদ, নুরজাহান মুর্শিদ (মরণোত্তর), স্যামসন এইচ চৌধুরী (মরণোত্তর)। ভাষা ও সাহিত্যে রফিক আজাদ ও আসাদ চৌধুরী। শিল্পকলায় কাদরি কিবরিয়া, জামালুদ্দিন হোসেন, বিজয় কৃষ্ণ অধিকারী (মরণোত্তর) ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

১৯৫২ সালে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে প্রথমবারের মতো একুশে পদক চালু করা হয়।

শেয়ার করুন »

মন্তব্য করুন »