বার্তাবাংলা ডেস্ক »

সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অভিবাসন খাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় বছরমাইগ্রেশন মিডিয়াঅ্যাওয়ার্ড পেয়েছেন ১৩ সাংবাদিক এবং ১টি প্রতিষ্ঠান

বৃহস্পতিবার ব্র্যাক সেন্টারে আয়োজিত একঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রবাসী কল্যাণবৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, এমপিসময় ইউরোপীয়ান ইউনিয়ন বাংলাদেশ এর হেড অব কোঅপারেশন মাউরিজিও কিয়া, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশের চীফ অব মিশন গিওরগি গিগাওরি, ব্র্যাকেরনির্বাহী পরিচালক আসিফ সালেহ, সিনিয়র ডিরেক্টর কেএমএম মোর্শেদএবং মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, জনগণকে সচেতন করার ক্ষেত্রেসবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংবাদমাধ্যমদায়িত্বশীলসাংবাদিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণসচেতনতা তৈরির কাজটি কোনোভাবেই মিডিয়া ছাড়া সম্ভব নয়আমরা মন্ত্রণালয় থেকে একদম উপজেলা পর্যন্ত মিটিং করেছি, দরকার হলে আবার করবো কিন্তু এনজিও, সিএসও এবংমিডিয়া এরাই হলো মূল চালিকা শক্তি যাদের মাধ্যমে আমরা জনগণকেঅভিবাসন বিষয়ে সচেত করতে পারবো

সংবাদের মাধ্যমে ভূল তথ্য চলে গেলে তার পরিণতি ভয়াবহ হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি আপনারা ভুল তথ্য ইচ্ছাকৃতভাবে পরিবেশন করেন নাতাই আরও দায়িত্বশীল হয়ে সংবাদ পরিবেশনের অনুরোধ জানান মন্ত্রীঅভিবাসনখাত নিয়ে মানসম্পন্ন সাংবাদিকতারধারা অব্যাহত রাখার পাশাপাশি আরও বেশি সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান প্রবাসীকল্যাণমন্ত্রী

অভিবাসন খাতে সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে ২০১৫ সাল থেকে ব্র্যাকপুরষ্কারটি প্রবর্তন করেবছর পঞ্চমবারের মতো এই পুরস্কার দেওয়া হলোইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে আইওএম বাংলাদেশ এবং ব্র্যাকের অংশীদারত্বের ভিত্তিতে বাস্তবায়নকৃত প্রত্যাশা প্রকল্প থেকে এবার এই পুরস্কার দেওয়া হলো।  

বছরের ১০ জানুয়ারি গণমাধ্যমব্র্যাকের ওয়েবসাইটে মিডিয়াঅ্যাওয়ার্ড ২০১৯ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়সাংবাদিকদের পাওয়াপ্রতিবেদনগুলো প্রবাসীকল্যাণবৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, সুশীলসমাজের প্রতিনিধি এবং সাংবাদিকতার শিক্ষকদেরসমন্বয়ে গঠিত একটি জুরিবোর্ড মূল্যায়ন করেবছর জুরি বোর্ডের সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগসাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোহাম্মদ রেফাত আলী বলেন, রাহনুমা সালাম খান এবং নিউজ২৪ টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নি

বছর সংবাদপত্র জাতীয় বিভাগেইংরেজি দৈনিক নিউ এইজ এরওয়াসিম উদ্দিন ভূঁইয়া প্রথম স্থান অধিকার করেনদৈনিক প্রথম আলোরমোঃ মহিউদ্দিন দ্বিতীয় এবং দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের আরাফাত আরাতৃতীয় স্থান অধিকার করেন সংবাদপত্র (আঞ্চলিক) ক্যাটাগরিতেবিজয়ীরা হলেন, সিলেটের দৈনিক জালালাবাদ-এর আবু তাহের মোঃ তুরাব (প্রথম), দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের ফারুক মুনির (নুর ইসলাম(দ্বিতীয়) এবং দৈনিক ফেনীর সময়ের মোঃ এমদাদ উল্লাহ

টেলিভিশন বিভাগে ডিবিসি টেলিভিশনের সাবিনা ইয়াসমিন (সাবিনাপুঁথি) প্রথম স্থান অধিকার করেনযমুনা টিভির সালাউদ্দিন আহমেদ(আহমেদ রেজা) দ্বিতীয় এবং নিউজ২৪ টিভির আশিকুর রহমান (শ্রাবন) তৃতীয় স্থান অধিকার করেনরেডিও বিভাগে একমাত্র বিজয়ী বাংলাদেশ বেতারের মোঃ মোস্তাফিজুর রহমান

অনলাইন সংবাদপত্র বিভাগে প্রথম পুরষ্কারটি জিতেছেন প্রথম আলোঅনলাইনের মানসুরা হোসাইনদ্বিতীয়  িজয়ী তুরস্ক ভিত্তিক সংবাদসংস্থা আনাদুল এজেন্সীর ফ্রিল্যান্স রিপোর্টার কামরুজ্জামান এবং তৃতীয়হয়েছেন বাংলাট্রিবিউনের সাদ্দিফ সোহরাব

সাংবাদিকদের পাশাপাশি অভিবাসনখাতে অবদান রাখাপ্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতেবছর সংবাদমাধ্যম প্রতিষ্ঠা বিভাগে পুরষ্কারচালু করা হয়সংবাদমাধ্যম প্রতিষ্ঠান বিভাগে একমাত্র পুরষ্কারটি পেয়েছে অনলাইন সংবাদমাধ্যম প্রবাসকথা

প্রত্যেক বিজীয় পুরষ্কার হিসেবে একটি ক্রেস্ট, স্বীকৃতির সনদ এবংপুরষ্কারের অর্থমূল্যের চেক গ্রহণ করেন

বিশেষ অতিথির বক্তব্যে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ-এর কোঅপারেশন হেড মাউরিজিও চিয়ান বলেন, “অভিবাসন, অভিবাসী তাদের পরিবার এবং সচেতনতা বৃদ্ধিতে যেসকল প্রতিকূলতা রয়েছে তাচিহ্নিত করতে গণমাধ্যমের ভূমিকাটি বেশ জটিল অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে আমরা সবসময় প্রশংসা স্বীকার করে থাকি। এরই ধারাবাহিকতায় মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-এর মধ্য দিয়ে তাদের এসকল কাজকে স্বীকৃতি দিতে ইউরোপিয়ান ইউনিয়ন-এর আর্থিক সহায়তায় প্রত্যাশা প্রকল্পের মধ্য দিয়ে আমরা এগিয়ে এসেছিসাংবাদিকেরা অভিবাসীদেরকে তথ্যনির্ভর সিদ্ধান্ত নিতে সহায়তা করেথাকেন যা পরিনামে অভিবাসী অধিকার সংরক্ষণে ভূমিকা রাখে    

আইওএম বাংলাদেশের চিফ অফ মিশন গিওরগি গিগাওরি বলেন, “গণমাধ্যম আমাদেরকে অভিবাসনের চ্যালেঞ্জসমূহকে চিহ্নিত করতেসহায়তা করে থাকে সাংবাদিকদের প্রচেষ্টা পলিসি আডভোকেসির উদ্যোগসমূহকে শক্তিশালী করে থাকে যা জাতিকে সামগ্রিক জাতীয় নীতি, প্রক্রিয়া এবং উন্নয়নের লক্ষ্যসমূহকে অর্জন করতে সহায়তা করে থাকে। আমরা বিশ্বাস করি যে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড নিরাপদ অভিবাসনকে তরান্বিত করতে, বিদেশ ফেরত অভিবাসী কর্মীদেরকে টেকসই পুনঃরেকর্ত্রীকরণ প্রক্রিয়াকে নিশ্চিত করবে এবং বাংলাদেশেরঅভিবাসন ক্ষেত্রে সুশাসনকে উন্নত করবে      

ব্র্যাক-এর নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, “আমরা অভিবাসনক্ষেত্রে সুশাসনকে নিশ্চিত করতে পারি যদি সরকারি বেসরকারিসংস্থাসমূহ একসাথে কাজ করে গণমাধ্যম আমাদের অংশীজনদের মধ্যেঅন্যতম যারা আমাদেরকে অভিবাসন ক্ষেত্রে প্রতিবন্ধকতা সম্ভাবনাসমূহকে সনাক্ত করতে সহযোগিতা করে থাকে আমি বিশ্বাস করি প্রত্যাশা প্রকল্পের আওতাধীন মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-এর মতপদক্ষেপগুলো নিয়মতান্ত্রিক, নিরাপদ নিয়মিত অভিবাসনে সরকারের প্রচেষ্টাসমূহকে আরও সমৃদ্ধ করবে

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর, অ্যাডভোকেসি, ইনোভেশন অ্যান্ড কোঅপারেশন কেএএম মোর্শেদব্র্যাক মাইগ্রেশনপ্রোগ্রামের প্রধান শরিফুল ইসলাম হাসান মূলবক্তব্য উপস্থাপনের সময়অভিবাসীদের অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা ওপর আলোকপাত করেন

শেয়ার করুন »

মন্তব্য করুন »