প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ–সংঘাত, রাজনৈতিক, অর্থনৈতিকসহ সাম্প্রতিক পৃথিবীর জটিল হিসাব–নিকাশেরখেলায় অসংখ্য মানুষ বাধ্য হচ্ছেন জন্মভূমি ত্যাগ করতে। ফলেপৃথিবীজুড়ে স্থানান্তরিত মানুষের সংখ্যা বেড়েই চলেছে।বাংলাদেশসহ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থানরতস্থানান্তরিত মানুষদের নিত্যজীবন, জীবিকা, লড়াই, অনুভূতিএবং তাদের নিয়ে রাষ্ট্র ও বিশ্ব নেতৃবৃন্দের অবস্থান, কার্যক্রমসহঅভিবাসন সম্পর্কিত যাবতীয় সংবাদ বিশদভাবে উপস্থাপনেরঅঙ্গীকার নিয়ে দেশে এই প্রথমবারের মতো যাত্রা করলোঅভিবাসী ডটকম নামের একটি সংবাদ মাধ্যম।
গত ১৮ ডিসেম্বর বিশ্ব অভিবাসী দিবসে obhibashi.com নামেরএ সংবাদ মাধ্যমটির উদ্ধোধন ঘোষণা করেন ব্র্যাক মাইগ্রেশনপ্রোগ্রামের প্রধান ও অভিবাসন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করাসাংবাদিক শরিফুল হাসান। করোনা মহামারির কারণেঅনুষ্ঠানটি অনলাইনে আয়োজন করা হয়।
নিউজ পোর্টাল অভিবাসী ডটকম–এর আনুষ্ঠানিক উদ্বোধনশেষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, Ôঅভিবাসন সম্পর্কিত বিষয়াদি নিয়ে অভিবাসী ডটকম এরআয়োজন ও পরিকল্পনা নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ।বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, অভিবাসনবিষয়ক সংবাদগুলোপরিপূর্ণভাবে উঠে আসে না। সে দিক থেকে অভিবাসী ডটকমএর পথচলা দারুণ একটা পদক্ষেপ এবং আশা জাগানিয়া।অভিবাসন সম্পর্কিত সংবাদ–ঘটনার বস্তনিষ্ঠু ও নির্ভরযোগ্যমাধ্যম হিসেবে সংবাদ মাধ্যমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেবলে আমার বিশ্বাস।’এসময় সংবাদ মাধ্যমটি কীভাবে আরোকার্যকর ও সবার কাছে বিশ্বস্তভাবে উপস্থাপন করা যেতে পারেসেসম্পর্কে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।
অভিবাসী ডটকম–এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেনমুর্শিদা টুম্পা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ওসাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকরেছেন।
অভিবাসন নিয়ে নিউজ পোর্টালের কারণ হিসেবে তিনি বলেন, অভিবাসন খাত দেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ বিষয় তেমনিসাংবাদিকতার জন্যও। কাজেই আমরা অভিবাসীদের কথা তুলেধরতে এই পোর্টালটি করেছি। অভিবাসী ডটকম এ অভিবাসনসম্পর্কিত দেশের সংবাদ, অভ্যন্তরীণ অভিবাসন, আন্তর্জাতিকঅভিবাসন, অভিবাসনসংশ্লিষ্টদের সাক্ষাৎকার আলোচনা, মতামত, অভিবাসী নারী–শিশু, আর্কাইভ, জীবনধারা, অভিবাসীদের আত্মকথন, আকাশযাত্রা, অভিবাসন সম্পর্কিতগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমুহ সম্পর্কে জানানো ও জরুরী প্রয়োজনেযোগাযোগসহ নানারকম বিষয় থাকবে।