আমীর হোসেন »

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার করা মামলায় সহায়তার ঘোষণা দিয়েছে কানাডা ও নেদারল্যান্ডস। বুধবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাসোঁয়া ফিলিপে শ্যাম্পে এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন।

বিবৃতিতে দেশ দুটি জানায়, মামলার আইনি জটিল বিষয়গুলোতে সহায়তা দেবে তারা। বিশেষ করে যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের ঘটনার প্রতি গুরুত্ব দেয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গা গণহত্যাকারীদের শাস্তির আওতায় আনতে প্রশংসনীয় কাজ করেছে গাম্বিয়া।

এই মামলায় গাম্বিয়াকে সমর্থন দিতে গণহত্যা কনভেনশন মেনে নেয়া দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছে কানাডা ও নেদারল্যান্ডস। আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গত নভেম্বরে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে মামলা করে গাম্বিয়া।

দুইপক্ষের শুনানির পর গেল জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেয় আদালত। আদেশে মিয়ানমারকে গণহত্যা বন্ধে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

শেয়ার করুন »

মন্তব্য করুন »