সম্প্রীতি মাহমুদ »

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনার ভ্যাকসিন বাংলাদেশ সরকারি-বেসরকারিভাবে পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে সচিবালয়ে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি আরও জানান, যথাযথ পরিবেশ থাকলে বাংলাদেশেই করোনার ভ্যাকসিন তৈরি করবে রাশিয়া। এছাড়া রাশিয়া জি টু জি পদ্ধতিতে রাশিয়া ভ্যাকসিন দিতেও আগ্রহী।

এদিকে, দক্ষিণ কোরিয়া দু’টি পিসিআর মেশিনসহ অ্যান্টিজেন পরীক্ষার কিট দেবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শেয়ার করুন »

মন্তব্য করুন »