সম্প্রীতি মাহমুদ »

ফেইসবুকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নাইজেরিয়া ও ঘানার চার নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। বুধবার (২৬ আগস্ট) দুপুরে মালিবাগে সিআইডি সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চার প্রতারককে গ্রেপ্তার করা হয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয়ের পর নানা প্রলোভন দেখিয়ে আর্থিকভাবে প্রতারণা করে আসছিলেন।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলেও দুপুরে সিআইডি কার্যালয়ে নিয়ে এলে আসামিরা নিজেদের শিক্ষার্থী ও ফুটবলার হিসেবে দাবি করেন। পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃতরা ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে বাংলাদেশে এলেও তাদের ভিসার মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে।

শেয়ার করুন »

মন্তব্য করুন »