সম্প্রীতি মাহমুদ »

ভারতে একদিনে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন সাড়ে ৬৫ হাজারের বেশি মানুষ।
এ নিয়ে দেশটিতে শনাক্ত ২৫ লাখ ছাড়িয়েছে। দেশটিতে নতুন আরো প্রায় ১ হাজার জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ছাড়িয়েছে ৪৯ হাজার।

এদিকে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আরো ১১২০ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত সাড়ে ৬০ হাজারের বেশি। দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে।

অন্যদিকে, ব্রাজিলে একদিনে মারা গেছে এক হাজারের বেশি মানুষ। শনাক্ত হয়েছেন ৪৯ হাজারের বেশি মানুষ। এছাড়া, মেক্সিকোতে নতুন আরো ৬১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা সাড়ে ৫৫ হাজার ছাড়ালো।

এদিকে, ইউরোপের দেশ ফ্রান্সে টানা তিনদিন আড়াই হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হওয়ায় প্যারিস ও বন্দর নগরী মারসেইলেকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। তাছাড়া, নিউজিল্যান্ডে নতুন আরো সাতজন শনাক্ত হয়েছে করোনায়।

বিশ্বে করোনায় শনাক্ত ২ কোটি ১৩ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার। আর এ প্রাণঘাতী ভাইরাস থেকে সুস্থ হয়েছে এক কোটি ৪১ লাখ মানুষ।

শেয়ার করুন »

মন্তব্য করুন »