রাজন মিত্র »

চূড়ান্ত করা হয়েছে ২০২২ কাতার বিশ্বকাপের সময়সূচি। ২৮ দিনের এই বিশ্ব আসর শুরু হবে ২১ নভেম্বরে, যার পর্দা নামবে ১৮ ডিসেম্বর। প্রতিদিন অনুষ্ঠিত হবে চারটি করে ম্যাচ।
বুধবার (১৫ জুলাই) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওয়েবসাইডে প্রকাশ করা হয় এই সূচি। ২১ নভেম্বরে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আল বায়েত স্টেডিয়ামে।

যেখানে বসে খেলা উপভোগ করতে পারবেন ৬০ হাজার দর্শক। আর ফাইনাল হবে ৮০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন লুসাইল স্টেডিয়ামে। প্রতিদিন অনুষ্ঠিত হবে ৪টি করে ম্যাচ। স্থানীয় সময় দুপুর ১টা, বিকাল ৪টা, সন্ধ্যা ৭টা এবং রাত ১০টায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে দোহার ৮টি ভেন্যুতে। তবে উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়েও এখনো কিছু জানায়নি আয়োজক কাতার।

শেয়ার করুন »

মন্তব্য করুন »