ইয়াসমিন লিপি »

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান।

আর সোয়া ৮টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই হাসপাতালের সাবেক পরিচালক ডা. মো. শাহ আব্দুল আহাদ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ।

এর আগে, আজ ভোররাত ৪টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় একই হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুরুল হক মারা যান। সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ শেখ শহীদ উল্লাহর পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডা. আশরাফুজ্জামানের বয়স ৬১ বছর আর বিএমএ দিনাজপুর শাখার সাবেক সভাপতি ডা. শাহ আবদুল আহাদের বয়স হয়েছিল ৬৭ বছর। ডা. নুরুল হক গত ১৯ বছর ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে কর্মরত ছিলেন।

এই তিন চিকিৎসকের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে বিএমএর তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত চিকিৎসক-নার্সসহ ৩ হাজার ২৩৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক আছেন ১ হাজার ১৯ জন। এ পর্যন্ত ৩৭ জন চিকিৎসক করোনায় আর ৫ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

শেয়ার করুন »

মন্তব্য করুন »