বার্তাবাংলা ডেস্ক »

প্রায় ১১ ঘণ্টা হয়ে গেলেও রাজধানীর বনানী লেকে পড়ে নিখোঁজ হওয়া শিশুটির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনো তাকে উদ্ধারে কাজ করছে।

সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বনানী লেকের ১১ নম্বর রোডের আনসার ক্যাম্পের পাশের অংশে শিশুটি ডুবে যায় বলে জানান স্থানীয়রা। তৎক্ষণাৎ তারা ফায়ার সার্ভিস ও জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দেন। এর কয়েক মিনিট পর থেকেই তাকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

আজ সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান  বলেন, ‘এক শিশু নিখোঁজ হওয়ার তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। তবে তাকে না পাওয়া গেলে মধ্যরাতে অভিযান স্থগিত করা হয়। সকাল ৮টা থেকে আবারও অভিযান শুরু করেছে ডুবুরি দল। সোয়া ১০টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।’

শিশুটির নাম-পরিচয় এখনো জানতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে তার নাম সোহাগ বলে জানা গেছে।

শেয়ার করুন »

মন্তব্য করুন »