পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি চা বাগান থেকে বাঘ স্বাদৃশ্য একটি প্রাণি উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (৬ সেপ্টেম্বর) সীমান্তবর্তী শিবচন্ডী গ্রামের করতোয়া নদী ঘেঁষা চা বাগান থেকে ওই প্রাণীটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুই-তিনজন যুবক চা বাগানে ঘুরতে যান। এসময় হঠাৎ আক্রমণ করার চেষ্টা করলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ধাওয়া করে ধরে ফেলে প্রাণীটি।
বাঘ ধরা পড়েছে এমন খবরে প্রাণিটি দেখতে ভিড় করেন মানুষ। পরে বন বিভাগের কর্মীরা এসে প্রাণিটি বাঘ নাকি মেছো বিড়াল তা নিশ্চিত করতে পারেনি।