সম্প্রীতি মাহমুদ »

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন কোমায় আছেন, এমন গুঞ্জনের মধ্যেই জনসম্মুখে এলেন তিনি। দেশটির পলিটব্যুরোর একটি বৈঠকে কিম করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

এছাড়া চলতি সপ্তাহে দেশটিতে আঘাত হানতে যাওয়া টাইফুন বাভি মোকাবিলায় সবধরনের প্রস্তুতি রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন কিম।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে করোনা রোধে নেয়া পদক্ষেপের ত্রুটি নিয়ে আলোচনা করেন কিম। উত্তর কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে এখনো কোন করোনা রোগী শনাক্ত হয়নি। তবে গত মাসে এক ব্যক্তির করোনা উপসর্গ দেখা দেয়ায় সীমান্তবর্তী কেসাং শহরে লকডাউনের ঘোষণা দেন কিম।

এদিকে কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিক দাবি করেন কিম কোমায় আছেন এবং দেশটির ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন তার ছোট বোন কিম ইয়ো জং। তার এমন দাবিতে কিমের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়।

শেয়ার করুন »

মন্তব্য করুন »