আমীর হোসেন »

সেনাবাহিনীর কাছে গ্রেফতার হওয়ার পর পদত্যাগ করলেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার। একইসঙ্গে পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে (১৮ আগস্ট) হঠাৎ করেই সেনা অভুথ্যানের মুখে গ্রেফতার হন প্রেসিডেন্ট বুবাকার ও প্রধানমন্ত্রী বোবো সিসো।

এ বিষয়ে টেলিভিশনে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট বুবাকার জানান, ক্ষমতা ধরে রেখে দেশে কোনো ধরনের রক্তপাত দেখতে চান না। আর এ জন্যই পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

গ্রেফাতারের পর তাকে সামরিক ক্যাম্পে রাখা হয়েছে। এছাড়াও সামরিক বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন, দ্য কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস ইকোওয়াস ও ফ্রান্স।

আরও পড়ুন: মালির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট আটক

এর আগে মঙ্গলবার দেশটির কাতি সামরিক ঘাঁটিতে গোলাগুলির মধ্য দিয়ে সেনা অভ্যুত্থান শুরু হয়। দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে গেল কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছিল।

মালিতে চলমান রাজনৈতিক অস্থিরতার বিষয়ে করণীয় নিয়ে বুধবার (১৯ আগস্ট) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকে হতে যাচ্ছে বলে জানাল আন্তর্জাতিক গণমাধ্যম।

শেয়ার করুন »

মন্তব্য করুন »