সম্প্রীতি মাহমুদ »

যে কোনো প্রাণীর বেঁচে থাকার জন্য পানির বিকল্প কিছুই নেই। জীবন বাঁচাতে বিশুদ্ধ পানিতে তৃষ্ণা মিটিয়ে বেঁচে থাকে প্রাণীকূল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পাখির ডাব পেড়ে খাওয়ার একটি ভিডিও। যা দেখে অবাক প্রায় সবাই। মূলত তৃষ্ণা মেটাতেই এমন কাজ করেছে পাখিটি।

মাইক্রো ব্লগিং সাইটে ভিডিওটি শেয়ার করেছেন ভারতের বন কর্মকর্তা সুশান্ত নন্দ। তবে ভিডিওটি কবে, কোথায় বা কখন ধারণ করা হয়েছে তার কোনো বিস্তারিত ক্যাপশনে উল্লেখ করেন নি তিনি।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে সুশান্ত লিখেন, কে ডাবের পানি ভালোবাসে না। ডাবের পানি হজম শক্তি বৃদ্ধি, খাবারের পর স্ফীত হওয়া রোধ করে। প্রতিদিন ডাবের পানি পান শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করতে পারে। শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি পাখি ডাব গাছের ওপর বসে এক কামড়ে ডাব পেড়ে নিয়েছে। এরপর ঠোকর দিয়ে ডাবটি ফুটো করে মানুষের ভঙ্গিতেই ডাবের পানি খাওয়া শুরু করে এবং নিজের তৃষ্ণা মেটায়।

 

শেয়ার করুন »

মন্তব্য করুন »