আমীর হোসেন »

টানা চারমাস পর করোনা রোগী শনাক্ত হওয়ায় ভিয়েতনামের পর্যটন নগরী দানাংয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া শহরটিতে ১৪ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন জারির নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

শনিবার এ কথা জানিয়েছে ভিয়েতনামের সরকার। দানাং থেকে ৮০ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হবে যার বেশিরভাগই স্থানীয় পর্যটক। গেল এপ্রিল মাসের পর শনিবার প্রথম একজন করোনা আক্রান্ত শনাক্ত হন।

কন্ট্যাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে আরও শতাধিক ব্যক্তি তার সংস্পর্শে এসেছিলেন বলে জানা যায়। পরে রবিবার আরও তিনজন শনাক্ত হন। আক্রান্তরা দানাং এবং দানাংয়ের কাছাকাছি এলাকায় বাস করতেন। এর আগে, করোনা ঠেকাতে সফল হওয়ায় স্থানীয় পর্যটকদের জন্য বিভিন্ন পর্যটনকেন্দ্র খুলে দেয় ভিয়েতনাম।

শেয়ার করুন »

মন্তব্য করুন »