আমীর হোসেন »

লম্বায় মাত্র ১১ ইঞ্চি, ওজনও মাত্র ৪৬০ গ্রাম। দুবাইয়ের একটি প্রাইভেট হাসপাতালে সম্প্রতি জন্ম নেয় এমন এক কন্যাসন্তান। গত তিন মাস ধরে বাচ্চাটিকে বাঁচাতে চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করেন। কিন্তু তারা ভাবতে পারেননি এই অস্বাভাবিক অবস্থায় জন্ম নিয়েও সে বেঁচে যাবে। ইতোমধ্যে পরিবারের সঙ্গে সে বাড়িও ফিরেছে।

নবজাতকের মা আনিশা মেয়ের বেঁচে ফেরায় আপ্লুত। তিনি বলেন, ১১ মার্চ ও যখন পৃথিবীতে আসে দেখে আমি নিজে অবাক হয়েছিলাম। অনেক ছোট ছিল। ওকে বাঁচানো যাবে কিনা, চিকিৎসকরা তার নিশ্চয়তা দিতে পারছিলেন না।

ভারতের মেয়ে আনিশা লেবানিজ স্বামীকে নিয়ে ৮ মার্চ হাসপাতালে ভর্তি হন। পার্কভিউ হাসপাতালের চিকিৎসক মুদিত কুমার বলেন, মেয়েটি ২৪ সপ্তাহে জন্ম নেয়। অন্তত ১৬ সপ্তাহ আগে ডেলিভারি হওয়ায় আমরা চিন্তায় পড়ে যাই। আকার তো ছোট ছিলই ওজনও ছিল স্বাভাবিকের চেয়ে খুব কম।

শেয়ার করুন »

মন্তব্য করুন »