বার্তাবাংলা ডেস্ক »

আগুনে পুড়ে ছারখার হয়ে গেল দিল্লির প্রাকৃতিক ইতিহাস সম্বলিত জাতীয় জাদুঘর। মঙ্গলবার ভোর রাতে জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন ছয় দমকলকর্মী।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাওড়েকর দেশের ৩৪টি জাদুঘরের অগ্নিনির্বাপক ব্যবস্থা সংক্রান্ত অডিট করার নির্দেশ দিয়েছেন। এই ক্ষতি টাকার মূল্যে বিচার করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় ইতিহাস জাদুঘরে আগুন লাগে স্থানীয় সময় সোমবার মধ্যরাত দেড়টা থেকে দুটোর মধ্যে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪০টি ইঞ্জিন। দমকলকর্মী রাজেশ নাওয়ার জানান, ‘ওই বহুতলের অগ্নিনির্বাপক ব্যবস্থা কাজ করছিল না। তবুও আমরা দু ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি।’

আগুন লাগার কারণ এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। পুলিশের অনুমান, তানসেন রোডের ওই বহুতলের সবচেয়ে উপরের তলায় প্রথমে আগুন লাগে। তারপর তা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বহুতলে।

১৯৭৮ সালের ৫ জুন তৈরি হওয়া এই জাদুঘরে ছিল ১৬ কোটি বছর আগের ডাইনোসরের জীবাশ্ম, যার পা ছিল টিকটিকির মতো। এছাড়াও নানা ইতিহাস সমৃদ্ধ এই জাদুঘর।

শেয়ার করুন »

মন্তব্য করুন »