ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত চারদিনে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারদের মধ্যে প্রেস কর্মচারী, নাটোরের এক ক্রীড়া কর্মকর্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র রয়েছে জানিয়ে তিনি বলেন, এদের মধ্যে প্রশ্ন ফাঁস চক্রের হোতাও রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিআইডির মালিবাগ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তাদের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলছেন পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল।
তিনি জানান, প্রশ্ন ফাঁস চক্রে জড়িত অভিযোগে গ্রেপ্তার এই ১০ জনসহ এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।