রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর: দুনিয়া কাঁপানো গণসিপাহী অভ্যুত্থান ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, ‘আমরা বিপ্লব চাই না, সশস্ত্র সংগ্রাম চাই না, আমরা চাই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের একটি নির্বাচন।’
তিনি আরো বলেন, ‘এ রকারের পতন ঘটবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিনিয়ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিচ্ছে। জনগণ এই ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক সরকারকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করবে।’
সংগঠনের সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন-এনপিপির চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপির সভাপতি খন্দকার গোলাম মোর্তুজা, স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মো. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।