নিহতদের মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস হাসান বলেন, ঢাকা থেকে কুমিল্লাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক মেঘনা সেতু সংলগ্ন জামালদি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উল্টে গিয়ে দুইটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজির অটোরিকশার দুই নারী ও দুই শিশু ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহতাবস্থায় দুইজনকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়।