শেষ দিনে মো. হাসান খান ১৮ বছর বা তদূর্ধ্ব একক কাতায় স্বর্ণ, উন্মুক্ত একক কাতায় স্বর্ণ, মাইনাস ৮০ কেজি ওজন শ্রেণি কুমিতে তাম্র পদক অর্জন করেন।
ইফতেখার হোসেন পারভেজ মাইনাস ৬৫ কেজি ওজন শ্রেণি কুমিতে স্বর্ণ, ১৮ বছর বা তদূর্ধ্ব একক কাতায় রৌপ্য এবং উন্মুক্ত একক কাতায় তাম্র পদক অর্জন করেন।
হোসেন খান মুন মাইনাস ৭৫ কেজি একক কুমিতে স্বর্ণ এবং ১৮ বছর বা তদূর্ধ্ব একক কাতায় রৌপ্যপদক পান। মাইনাস ৫৫ কেজি ওজন শ্রেণির একক কুমিতে রেজাউল করিম মাসুম রৌপ্যপদক পান। মো. শরিফ মাইনাস ৬০ কেজি কুমিতে তাম্রপদক অর্জন করেন।
মেয়েদের মাইনাস ৫৫ কেজি একক কুমিতে স্বর্ণপদক অর্জন করেন নাসিমা আক্তার জুই। এর আগে দ্বিতীয় দিনে বাংলাদেশকে দুটি স্বর্ণ উপহার দেন মেয়েরা।
প্রতিযোগিতায় বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ভুটান এবং স্বাগতিক ভারত অংশ নিচ্ছে। টুর্নামেন্টে বালক-বালিকা মিলিয়ে ১০০টি ইভেন্টে মোট সাড়ে ৭০০ জন কারাতে খেলোয়াড় অংশ নিয়েছেন।