সরকারি বাহিনী ট্যাংক, সাঁজোয়া যান ও বিমান নিয়ে তিকরিতে হামলা চালায়। শহরটি পুনর্দখলেরও দাবি করে সরকার; কিন্তু গতকাল জানা যায় যে, বিদ্রোহীদের তীব্র প্রতিরোধের মুখে সরকারি বাহিনী ২৫ কিলোমিটার দক্ষিণে দিজা শহরে সরে আসতে বাধ্য হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্রোহীরা একটি হেলিকপ্টার গুলি করে নামিয়েছে এবং পাইলটকে আটক করেছে। এ ছাড়া শহরের প্রবেশপথে প্রচুরসংখ্যক উন্নত বিস্ফোরকযন্ত্র থাকায় সরকারি বাহিনী সেখানে ঢুকতেই পারেনি।
এ দিকে ইসলামিক স্টেট অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএল) সদস্যদের বিরুদ্ধে লড়াই করতে রাশিয়ার সরবরাহ করা যুদ্ধবিমান ইরাকে এসে পৌঁছেছে।