মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রাচীন গ্রন্থ মুখস্থ পরিবেশন করেন।
বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র সেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নঁওগা-৬ আসনের এমপি মো.ইসরাফিল আলম।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগা-৩ আসনের এমপি সলিম উদ্দিন তরফদার সেলিম, কবি লেখক ও শিল্পী মো. আব্দুল রশিদ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, “পৃথিবীতে অনেকেই অনেক অসাধ্যকে সাধন করে থাকে। চর্যাপদ এমন একটা বিষয় যা মুখস্থ করা খুবই দুরহ। এই দুরহ বস্তুকে মুখস্থ করে এক অনন্য সাধারণ প্রতিভার পরিচয় দিয়েছে জাকেরুল ইসলাম কায়েস। তিনিই প্রথম যিনি চর্যাপদ সম্পূর্ণ মুখস্থ পাঠ করেছে।”
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ফাতেমা কাওসার, অধ্যাপক মেহেরনেগার, লোক গবেষক সায়মন জাকারিয়া ও বাংলা বিভাগের শিক্ষার্থীরা।