জামাত নিষিদ্ধের ব্যাপারে সরকার ও দলের অবস্থান অভিন্ন—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমি যতটা জেনেছি, আমাদের দলে এবং সরকারে এ নিষিদ্ধকরণের বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত আলোচনা হয়নি। তাই আলোচনা যেখানে হয়নি, সেখানে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেয়া হয়েছে এ কথা বলার কোনো অবকাশ নেই।’
ঈদ উপলক্ষে রোববার রাত থেকেই বিআরটিসির এসি সার্ভিসগুলো চালু হবে। বেশি ভাড়া নেয়া হলে সেসব বাস সার্ভিসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিভিন্ন কাউন্টারে সবাইকে অনুরোধ করেছি যাতে কোনো অবস্থায় শেষ বেলায় বখশিশের নামে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়।’
পরে যোগাযোগ মন্ত্রণালয়ের নেয়া নানা উদ্যোগের কথা জানান তিনি।