বার্তাবাংলা ডেস্ক :: বৃটেনের প্রিন্স হ্যারিকে হত্যার হুমকি দেয়ার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন ইসলাম ধর্ম গ্রহণকারী এক শ্বেতাঙ্গ মুসলিম। স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, আশরাফ ইসলাম নামের ৩০ বছর বয়সী ওই ব্যক্তি প্রিন্স হ্যারিকে হত্যার হুমকি দেয়ার কথা নিজেই স্বীকার করেছেন। গত ২৫শে মে তিনি আক্সব্রিজ ম্যাজিস্ট্রেট কোর্টে এ অপরাধের কথা স্বীকার করেন। এখন তিনি শাস্তির অপেক্ষায় আটক রয়েছেন। উলউইচে সেনা সদস্য লি রিগবি হত্যাকাণ্ডের একদিন পর তাকে গত ২৩শে মে পশ্চিম লন্ডনে একটি পুলিশ স্টেশনে হাজিরের পর গ্রেপ্তার করা হয়। তিনি নিজেই পুলিশ স্টেশনে এসে এ হত্যা পরিকল্পনার কথা কর্মকর্তাদের জানিয়েছেন। স্কটল্যান্ড ইয়ার্ডের এক মুখপাত্র বলেছেন, মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম কমান্ড বিষয়টি তদন্ত করেছে। তবে আশরাফ ইসলামের বিরুদ্ধে কোন ধরনের সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়নি। তার বিরুদ্ধে অফেন্সেস এগেইনিস্ট দি পার্সন অ্যাক্টের ১৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ধারায় দোষী সাব্যস্ত হলে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।