ভোক্তা আইন অনুযায়ী দোকানে মূল্য তালিকা না থাকায় রাজধানীর মালিবাগ এলাকায় ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
প্রতিষ্ঠানগুলো হলো- বিসমিল্লাহ মাংস বিতান, আলতাফের গোস্তের দোকান, নাহার মাংস বিতান, দিন মোহাম্মদ মাংস দোকান, জাকির মাংস বিতান এবং সাজাদ মাংস স্টোর।
বৃহস্পতিবার রাজধানীর মালিবাগ রেলগেট ও কাঁচাবাজারে অবস্থিত এসব দোকানে অভিযান চালিয়ে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের তদারকি করেন অধিদফতরের পরিচালক সৈয়দ তওহিদুর রহমান। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক।
অভিযান চলাকালে সার্বিক সহযোগিতা প্রদান করেন এপিবিএন-১ এর সদস্যরা।