শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র হল থেকে পরিত্যক্ত অবস্থায় এক বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বি ব্লকের পাচঁ তলার বাথরুম থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
হলের প্রভোস্ট অধ্যাপক এসএম হাসান জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর ও প্রভোস্টের উপস্থিতিতে অস্ত্রগুলো পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। কে বা কারা এগুলো ফেলে গেছে এ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।