লন্ডনে অগ্নিকাণ্ড, দুই বাঙালির লাশ শনাক্ত

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, লন্ডনের ২৪তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ বাঙালি পরিবারের দুজনের লাশ শনাক্ত করা হয়েছে। এঁরা হলেন রাবেয়া বেগম (৬৫) ও হাসনা বেগম (২২)।

Related Post

কিন্তু মৃতের স্বজনেরা বলছেন, লাশ শনাক্তের বিষয়ে তাঁরা কিছুই জানেন না। পরিবারকে কিছু জানানোর আগেই ব্রিটিশ কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনকে কী করে এমন তথ্য দিল, সে প্রশ্নও তুলেছেন স্বজনেরা।
১৪ জুন লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। গ্রেনফেল টাওয়ারের ১৮তলার একটি ফ্ল্যাটে থাকতেন বাংলাদেশি বংশোদ্ভূত কমরু মিয়া (৯০), তাঁর স্ত্রী রাবেয়া বেগম (৬৫), ছেলে আবদুল হানিফ (২৯) ও আবদুল হামিদ (২৬) এবং মেয়ে হাসনা বেগম ওরফে তানিমা (২২)। তাঁরা সবাই আগুনে আটকা পড়েন। কমরু মিয়ার পৈতৃক নিবাস মৌলভীবাজার সদর উপজেলার আকাইলকুড়া ইউনিয়নের কৈশাউড়া গ্রামে।
পুলিশ বলছে, তাদের তালিকা অনুযায়ী নিখোঁজ আছে মোট ৭৯ জন। তাদের ধারণায় নিখোঁজ ব্যক্তিদের কেউ আর বেঁচে নেই। আগুনে ঝলসে যাওয়ায় সবার পরিচয় চিহ্নিত করা সম্ভব হবে কি না, তা নিয়েও আশঙ্কার কথা জানায় পুলিশ।
গত সোমবার বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকের লাশ চিহ্নিত হয়েছে। এদের একজন হাসনা বেগম, জন্ম ৪ ফেব্রুয়ারি ১৯৯৫ এবং অপরজন রাবেয়া বেগম, জন্ম ১৫ নভেম্বর ১৯৬৫। তাঁরা গ্রেনফেল টাওয়ারের ১৪২ নম্বর ফ্ল্যাটে থাকতেন।

এ ধরনের আরও কন্টেন্ট
Leave a Comment