বার্তাবাংলা ডেস্ক »

bidya balanবার্তাবাংলা ডেস্ক ::‘সিল্ক স্মিতা’খ্যাত বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এবার গায়িকার বেশে রূপালী পর্দায় হাজির হচ্ছেন। রাজিব মেননের পরবর্তী ছবিতে তাকে প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী এমএস শুভলক্ষ্মীর ভূমিকায় দেখা যাবে। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী এমএস শুভলক্ষ্মী ব্রাহ্মণ পরিবারের বধূ হয়েও আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেছেন। তার ফ্যাশানের প্রধান ধরন ছিল- খোলা চুল, কপালে বড় লাল টিপ, মেরুন-সবুজ-হলুদ রঙের সিল্কের শাড়ি। এমনকি তিনি নিয়মিত পান খেতেন। ছবিতে শুভলক্ষ্মীর বর্ণাঢ্য জীবনী কাহিনীই তুলে ধরা হবে। এ চরিত্রটির জন্য বিদ্যা বালান ছাড়াও তালিকায় আরো ছিলেন- প্রিয়াংকা চোপড়া, কারিনা কাপুর ও পাওলি দাম। কিন্তু প্রযোজক-পরিচালক শেষ পর্যন্ত বিদ্যাকেই চূড়ান্ত করেছেন। এ প্রসঙ্গে পরিচালক রাজিব মেনন বলেন, ‘আমি শুভলক্ষ্মীর চরিত্রে বিদ্যাকে যথার্থ বলে মনে করছি। আমি আশা করছি, বিদ্যা চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হবেন।’ এদিকে বিদ্যা বালান বলেন, ‘শুভলক্ষ্মী ভারতের একজন শ্রোতানন্দিত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। তার চলন-বলন ও বেশভুষা সম্পর্কে ভক্তরা খুব ভালোভাবেই অবগত রয়েছেন। তাই এ চরিত্র ফুটিয়ে তোলা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। ইতোমধ্যেই আমি চরিত্রটি নিয়ে গবেষণা শুরু করেছি। বাকিটা শুটিংয়ের পর বলতে পারব।’ সূত্রটি আরো জানিয়েছে, ছবিতে শুভলক্ষ্মীর সঙ্গীতের সফলতা, বিয়ে এবং রাজ্যসভার নেতা হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানসহ জীবনের নানা দিক তুলে ধরা হবে। ছবিতে বিদ্যাকে প্রায় ১২-১৫টি গানে লিপসিং করতে দেখা যাবে। বর্তমানে বিদ্যা বালান ‘ঘনচক্কর’ ছবির ডাবিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

শেয়ার করুন »

মন্তব্য করুন »