বার্তাবাংলা ডেস্ক »

image_401_55875বার্তাবাংলা ডেস্ক ::গানের পর এবার নাটকে শাহবাগের গণজাগরণের চিত্র উঠে এসেছে। ‘যে আলো পথ দেখায়’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। এ নাটকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তরুণদের লাগাতার আন্দোলনের শুরু থেকে ভালোবাসা দিবসের মোমবাতি প্রজ্বলনের চিত্রাবলি পর্যন্ত তুলে ধরা হয়েছে। শাহবাগের প্রজন্ম চত্বরে ধারণকৃত এ নাটকের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। বর্তমানে নাটকটির এডিটিং চলছে। ‘যে আলো পথ দেখায়’ নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ড. ইনামুল হক ও এস এম মহসিন। এতে ড. ইনামুল হক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এস এম মহসিন মুক্তিযোদ্ধার ভূমিকায় অভিনয় করেছেন। আন্দোলনের নেতৃত্বের সঙ্গে রয়েছেন স্বাধীন খসরু, মাজনুন মিজান প্রমুখ। এ প্রসঙ্গে নাটকের পরিচালক বলেন, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সারাদেশ ফুঁসে উঠছে। এ দাবিকে আরো জোরালো করতে এ নাটকটি নির্মাণ করেছি। কয়েকটি চ্যানেলের সঙ্গে কথা চলছে। শিগগিরই এটি প্রচার হবে।’ তিনি আরো জানান, এ নাটকে প্রজন্ম চত্বরের সস্নোগানগুলো হুবহু তুলে ধরা হয়েছে। বিশেষ করে ‘জয় বাংলা’ ও ‘ক-তে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার’ শিরোনামের সস্নোগানগুলোকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে। এতে অগি্নকন্যাদের গগনবিদারী সস্নোগানের ফুটেজও রাখা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন দৃশ্যের ফাঁকে ফাঁকে রাজাকারদের ব্যঙ্গচিত্রও সংযোজন করা হয়েছে।

শেয়ার করুন »

মন্তব্য করুন »