বার্তাবাংলা ডেস্ক ::অন্যান্য দিনের মতোই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হল আরো একটি দিন।
২২টি নির্ঘুম রাত পেরিয়ে বুধবার গণআন্দোলনের ২৩তম দিন সকালে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয়েছে আন্দোলন কর্মসূচি। চলছে বিরামহীনভাবে স্লোগান এবং গণসঙ্গীত।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মঙ্গলবার সারা রাত জেগে বুধবার সকালে জাতীয় সঙ্গীতের পরে অনেকেই ফিরে যাচ্ছেন কর্মক্ষেত্রে।
শৃঙ্খলিতভাবে অনেকেই আবার আসছেন সমাবেশে অংশগ্রহণ করার প্রস্তুতি নিয়ে।
বুধবার দুপুর ৩টায় রাজধানীর মতিঝিলে গণজাগরণ চত্বরের বাইরে ৩য় সমাবেশ হওয়ার কথা রয়েছে।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ চত্বরে চলমান গণআন্দোলনের ২৩তম দিন বুধবার। ভোর থেকেই গান, কবিতা আর স্লোগানে তারুণ্য মাতিয়ে রেখেছেন গণজাগরণ মঞ্চ। সম্মিলিত কণ্ঠে ফাঁসির দাবি উচ্চারিত হচ্ছে। এছাড়া জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও মাহমুদুর রহমানকে গ্রেফতারের দাবিও জানানো হচ্ছে।