বার্তাবাংলা রিপোর্ট :: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘শিক্ষার আলো ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। আগামীতে ডিগ্রি পর্যন্ত ছাত্রীদের লেখাপড়া অবৈতনিক করা হবে। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘১ জানুয়ারি সারাদেশে একযোগে প্রথম শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত ২৩ কোটি শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হচ্ছে। যা পৃথিবীতে বিরল ঘটনা। নারী শিক্ষার পথিকৃৎ বেগম রোকেয়ার জন্মভূমি এই রংপুর। নারী শিক্ষা আরো এগিয়ে নিতে সরকারের পাশাপাশি জনগণকেও ভূমিকা রাখতে হবে।’
মঙ্গলবার বিকেলে রংপুরের পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এক নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু।
কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফরিদ আহমদ, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক প্রমুখ।