বার্তাবাংলা ডেস্ক ::এক তরুণীকে পতিতালয়ে কাজ করার প্রস্তাব দেয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে জার্মানির একটি চাকরিদাতা কেন্দ্র।
দেশটির বেভারিয়ার একটি সংবাদপত্র এ কথা জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।
উনিশ বছর বয়সী ওই তরুণীর মা আর্তনাদ করে ওঠেন, যখন তিনি দেখেন চিঠিতে তার মেয়েকে পতিতালয়ে কাজ করার প্রস্তাব দেয়া হয়েছে।
চাকরিদাতা কেন্দ্রটির প্রধান রোনাল্ড ফুয়েরেস্ট বলেছেন, ওই তরুণীর কাছ থেকে সম্মতি পেয়েই তিনি চিঠিটি পাঠিয়েছিলেন। তবে তিনি তরুণীকে পতিতাবৃত্তির জন্য কোন চাপ দেননি বলেও জানান তিনি।
কিন্তু তরুণীটি জানিয়েছে, আমি একটি সম্মানজনক বাসার কাজ খুঁজছিলাম, পতিতালয়ে নয়। আমি চিঠিটা পড়ার সময় প্রচ- ধাক্কা খাই। আর আমর মা চিৎকার শুরু করেন যখন তিনি চিঠিটি পড়েন।
জার্মানিতে পতিতাবৃত্তি বৈধ।