বার্তাবাংলা ডেস্ক :: লালমনিরহাট কালীগঞ্জে বাল্যবিয়ের দায়ে বর ও কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে শ্রীঘরে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বী এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের খোদপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বর ফরিদুল ইসলাম (২৩) ও একই ইউনিয়নের নীকাহ রেজিস্ট্রার কাজী আবু হানিফ (৩২)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মনজুরুল রহমান বাংলামেইলকে জানান, উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে দলগ্রাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মাহমুদা আক্তারকে (১৪) বিয়ে করতে কনের বাড়িতে আসেন বর ফরিদুল ইসলাম। খবর পেয়ে শনিবার গভীর রাতে কালীগঞ্জ থানা পুলিশসহ কনের বাড়িতে অভিযান চালান ইউএনও গোলাম রাব্বী। এ সময় বর ফরিদুল ও কাজী আবু হানিফকে আটক করে পুলিশ।
পরে আটককৃতদের রোববার সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ফরিদুর ইসলাম ও আবু হানিফকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।