
শনিবার সকালে গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা ও মা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বিরাট অংশ নারী। এসব নারীদের অনেকেই কর্মক্ষেত্রে সম্পৃক্ত হচ্ছেন। ৪০ লাখ নারী পোশাক খাতে কাজ করছে, বিভিন্ন সেক্টরে নারীরা এগিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে পিএসসি’র ৩৬৯জন, জেএসসি’র ১২২জন ও এসএসসির ৮৭জনসহ মোট ৫৭৮জন কৃতীশিক্ষার্থীর মধ্যে মেডেল ও সনদ দেয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেয়।