সুমন সিকদার, নিজস্ব প্রতিবেদক, বরগুনা ঃ
জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ ও ৭১রের নরঘাতক যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে বরগুনায় মশাল মিছিল করেছে নতুন প্রজন্ম,বরগুনা অনলাইন একটিভিটিস ফোরাম, সোস্যাল ডেভেলপমেন্ট ওয়ার্কার ফোরাম। এসময় বরগুনার সর্বস্তরের জনগন এতে অংশ নেয়।
সন্ধ্যায় (আজ) শহরের বন্দরক্লাব চত্বর থেকে মশাল হাতে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় মিছিলকারীরা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে স্লোগান দিতে থাকে।ধর ধর ধর ধররে রাজাকাররে ধর ও একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এছাড়াও বিভিন্ন বিপল্বী সোল্গানে মুখরিত করে বরগুনার রাজপথ। মিছিল শেষে বন্দরক্লাব চত্বরের গনজাগরণ মঞ্চে চলছে গন সংগীত ও প্রতিবাদ সমাবেশ।