
বুধবার বেলা ৩টার দিকে ওই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দমকল কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু আগুনের ঘটনা ছোট হওয়ায় দুইটি ইউনিট রেখে বাকি তিনটি ইউনিটকে ফেরত আনা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ৬-৭ টি ঘর পুড়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে এক শিশুর লাশ পাওয়া যায়।
এদিকে তেজগাঁও মেঘনা সাইকেল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। তবে এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।