বার্তাবাংলা ডেস্ক :: গাজীপুর সিটি করপোরেশনের দীঘিরচালা এলাকার একটি ড্রেন থেকে বাজারের ব্যাগে ভরা দুইটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতক দু’টি ছেলে শিশু।
সোমবার বিকেলে উৎসুক জনতা ব্যাগটি খুলে দুই নবাজাতকের লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ব্যাগসহ লাশ দুটি উদ্ধার করে।
জয়দেবপুর থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হাসেম বাংলামেইলকে জানান, দুপুরে দীঘিরচালা এলাকার রাস্তার পাশের ড্রেনে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে উৎসুক জনতা ব্যাগটি খুললে দুই নবজাতকের লাশ দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ বিকেল ৪টার দিকে ওই নবজাতক দু’টির লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতা মর্গে পাঠায়।
উদ্ধার হওয়া নবজাতক দুইটি ছেলে শিশু। নবজাতক দুটি জমজ বলে পুলিশ কর্মকর্তার ধারণা।