বার্তাবাংলা ডেস্ক »

mizanurবার্তাবাংলা ডেস্ক :: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ১৬ বছরে বিয়ে নয়। ১৮ বছর থেকে আমরা পেছনের দিকে পথ হাটতে পারি না। কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, যদি পেছন দিকে যাওয়ার কোনো রকম পরিকল্পনা থাকে সেটার  পুন:বিবেচনা করুন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতিসংঘ শিশু সনদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিয়াম ফাউন্ডেশন হলে ‘শিশু অধিকার কনভেনশনের ২৫ বছর : করার আছে আরো’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ অনুষ্ঠানটির আয়োজন করে।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা যে অঙ্গিকার করেছি, যে আত্মসম্মানবোধ আমরা তৈরি করেছে সেটা আমাদেরই রাখতে হবে।
তিনি আরো বলেন, আমাদের শিশুদের শৈশব নেই। আমাদের শিশুরা খেলতে ভুলে গেছে, আমাদের শিশুদের খেলার মাঠ নেই। আমাদের শিশুদের দুপুর ২টার সময় স্কুল থেকে ফিরে আবার কোচিংয়ে দৌঁড়াতে হয়। শিশুরা যাতে আবার খেলতে পারে, হাসতে পারে, ঘুরে দাঁড়াতে পারে শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে যেন তাদের সারাটা দিন অতিবাহিত করতে না হয় তার ব্যবস্থা করার জন্য রাষ্ট্রের প্রতি মিনতি জানান মানবধিকার কমিশনের চেয়ারম্যান।

শেয়ার করুন »

মন্তব্য করুন »