বার্তাবাংলা রিপোর্ট :: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডি ইউনিয়নে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত আসামির নাম আব্দুল হাই আবদুল্লাহ (৪৮)। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। কারাদ-ের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধের নির্দেশ দেন আদালত।ট্রাইব্যুনালের বিশেষ পিপি জেসমিন আক্তার রাইজিংবিডিকে বলেন, ২০১১ সালের ৫ ডিসেম্বর নিজ বাড়ির উঠানে খেলার সময় আসামি আবদুল্লাহ ৭ বছর বয়সি ওই শিশুকে ফুসলিয়ে নির্জন ঘরে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ওই দিনই বোয়ালখালী থানায় আবদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় বোয়ালখালী থানা পুলিশ ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করার পর একই বছরের ৪ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার অভিযোগপত্রে উল্লেখিত ৭ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত আসামিকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দেন। এর পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
জরিমানার টাকা সংগ্রহ করে ওই টাকা ভিকটিমের পরিবারকে দেওয়ার নির্দেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিল। পরে তাকে জেলে প্রেরণ করা হয়।