বার্তাবাংলা ডেস্ক »

womenবার্তাবাংলা রিপোর্ট ::  ১৮ বছর বয়সের কমে নারীরা মাতৃত্বগ্রহণ ও সন্তান জন্মদানের যথাযথ উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম।

রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪ অনুযায়ী বিয়ের বয়স না কমানোর দাবিতে সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।১৮ বছরের নিচে নারীদের বিয়ে আমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে এমন মন্তব্য করে আয়েশা খানম বলেন, মন্ত্রিপরিষদ সভায় অনুমোদিত বাল্যবিবাহ নিরোধ আইনে বিয়ের বয়স কমানোর বিষয়ে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেয়ার ঘটনা আত্মঘাতী সিদ্ধান্ত।

তিনি বলেন, নারীরা যখন এগিয়ে যাচ্ছে তখন সরকারের এই সিদ্ধান্তটা তাদের বেড়ে ওঠায় অন্তরায় হয়ে দাঁড়াবে।

এ সময় বর্তমানের বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪’ বিয়ের বয়স কমিয়ে মেয়েদের ১৮ থেকে ১৬ এবং ছেলেদের ২১ থেকে ১৮ বছরে করা হয়েছে এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আইন ও সালিশ কেন্দ্রের উপ-পরিচালক এডভোকেট রওশন জাহান পারভিন, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার প্রমুখ।

শেয়ার করুন »

মন্তব্য করুন »