বার্তাবাংলা ডেস্ক ::আদালত অবমাননার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন এবং দলের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ২০শে ফেব্রুয়ারির মধ্যে তাদেও ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল দুপুওে এ আদেশ দেন। আদেশে বলা হয়, ৫ ফেব্রুয়ারি ‘প্রথম আলো’র ‘উগ্র অবস্থানে জামায়াত’ এবং ‘ডেইলি স্টার’ পত্রিকার ‘জামায়াত ওয়ার্ন অব সিভিল ওয়ার’ শীর্ষক প্রতিবেদন দুটি ট্রাইব্যুনালের নজরে এসেছে। ‘উগ্র অবস্থানে জামায়াত’ প্রতিবেদন অনুসারে, সেলিম উদ্দিন বলেছেন যে দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেয়ার সুযোগ নেই। হামিদুর রহমান আযাদ বলেছেন, এ ট্রাইব্যুনাল আর এক মুহূর্তও চলতে পারে না। ট্রাইব্যুনাল বলেন, রাজনীতির নামে এবং দলীয় সদস্যকে আইনি প্রক্রিয়া থেকে বাঁচাতে কোনো ব্যক্তি কোনো অবস্থাতে দেশে গৃহযুদ্ধ বাধানোর হুমকি দিতে পারেন না, যেখানে একটি আইনগতভাবে সৃষ্ট আদালতে বিচার চলছে। এ ধরনের কুরুচিপূর্ণ ও ঘৃণাসংবলিত বক্তব্য সংবিধানের জন্য হুমকি বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনাল।
বার্তাবাংলা ডেস্ক »
শেয়ার করুন »