বার্তাবাংলা ডেস্ক »

Raja+KS+Prueবার্তাবাংলা ডেস্ক ::বান্দরবান বোমাং সার্কেলের ১৬তম রাজা ক্যসাইন প্রু প্রকাশ কে.এস.প্রু চৌধুরী আজ ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ৫ কন্যা ও ২ পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে বান্দরবানে শোকের ছায়া নেমে আসে। গত ২০ শে নভেম্বর তিনি রাজা হিসেবে অভিষিক্ত হন। চলতি বছরের ৩ রা জানুয়ারী তিনি তাঁর প্রথম রাজপূন্যাহ অনুষ্ঠানে প্রজাদের নিকট থেকে বার্ষিক জুম খাজনা আদায় করেন।

শেয়ার করুন »

মন্তব্য করুন »