বার্তাবাংলা ডেস্ক »

Bangladeshi+dead+dubaiবার্তাবাংলা ডেস্ক ::মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গত সোমবার সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২০ জনই বাংলাদেশি।

আরব আমিরাতে বাংলাদেশের শ্রম কাউন্সিলর লতিফুল হক কাজমি বুধবার বলেন, আল আইন শহরে সড়ক দুর্ঘটনায় নিহত ২২ জনের মধ্যে আরো ৪ জন বাংলাদেশি বলে জানা গেছে।

সোমবার ওই দুর্ঘটনার পর নিহতদের মধ্যে অন্তত ১৬ জন বাংলাদেশি থাকার কথা জানিয়েছিল দূতাবাস কর্তৃপক্ষ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার তাদের বিস্তারিত পরিচয়ও প্রকাশ করে।

লতিফুল হক কাজমি টেলিফোনে বলেন, “নিহত ২২ জনের মধ্যে ২০ জন বাংলাদেশি। আর এক জন ভারতীয় এবং অন্যজন মিশরীয় নাগরিক।”

নতুন করে যে তিন বাংলাদেশির পরিচয় জানা গেছে তারা হলেন- লক্ষীপুর জেলার কমলনগরের মনির হোসেনের ছেলে ফারুক হোসেন, চট্টগ্রাম জেলার ফটিকছড়ির কাঞ্চনগর গ্রামের আমিনুল হকের ছেলে নুরুল আলম, চট্টগ্রাম জেলার রাউজানের উত্তর সার্তা গ্রামের মো. ইদ্রিসের ছেলে মো. খোরশেদ আলম। বাকি একজন নিহত খোরশেদ আলমের ভাই মাসুদ রানা বলে ধারণা করছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

কবে নাগাদ তাদের লাশ দেশে আসবে জানতে চাইলে শ্রম কাউন্সিলর বলেন, “পুলিশ তদন্তের জন্য পাঁচ কার্যদিবস সময় লাগবে। বাংলাদেশ বিমানের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, পুলিশের তদন্ত শেষ হলেই লাশ দেশে পাঠানো যাবে।”

সোমবার সকালে আমিরাতের আল আইন শহরে বালিভর্তি ট্রাক ও শ্রমিকদের বহনকারী বাসের সংঘর্ষে ২২ জন নিহত ও ৩৬ জন আহত হন।

শেয়ার করুন »

মন্তব্য করুন »