বার্তাবাংলা ডেস্ক ::আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে দেয়া আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের-২ কাদের মোল্লার বিরুদ্ধে যে অভিযোগটিতে প্রমাণিত হয়নি বলে উল্লেখ করে বেকসুর খালাস দিয়েছেন, সেটিকে চ্যালেঞ্জ করে এ আপিল করা হবে বলে জানিয়েছেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের সমন্বয়কারী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান। আজ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে ৪ নম্বর অভিযোগ কেরাণীগঞ্জের ঘাটারচর গণহত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতা সন্দোতীতভাবে প্রমাণিত হয়নি বলে ট্রাইব্যুনাল তাকে ওই অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। রায়ের ওই অংশটিকেই চ্যালেঞ্জ করা হবে। এসময় তিনি ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ায় সরকারের সংক্ষুব্দ হওয়ার কথাও জানান। বলেন, আইন অনুসারে ৩০ দিনের মধ্যেই এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
বার্তাবাংলা ডেস্ক »
শেয়ার করুন »