বার্তাবাংলা ডেস্ক ::জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপি সকাল সন্ধ্যা হরতালের দ্বিতীয় দিন চলছে আজ। রাজধানীতে গাড়ি ভাঙচুর, টায়ারে আগুন আর পিকেটিং হয়েছে। তবে আইনশৃঙ্খলাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। কড়া নিরাপত্তা নেয়া হয়েছে সর্বত্র। নারায়নগঞ্জের চাষাড়ায় পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ৩জন। আহত হয়েছেন আরও ২০ জন। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষেল মাধ্য দিয়েই পালিত হচ্ছে জামায়াতে ইসলামীর এই হরতাল কর্মসূচি। মানবতা বিরোধী ট্রাইব্যুনাল বাতিল, কাদের মোল্লার যাবজ্জীবন সাজা প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে তারা এই হরতাল কর্মসূচি পালন করছে। আজ সকালে হরতাল শুরুর পর নারায়নগঞ্জের চাষাড়া শিবির কর্মীরা মিছিল করে। এসময় পিকেটিংয়ের এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ এসময় বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। শিবিরের ৩কর্মী গুলিবিদ্ধ হন। তাদের অবস্থা গুরুতর। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ভর্তী করা হয়েছে স্থানীয় হাসপাতালে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন নারায়নগঞ্জ মডেল থানার ওসিও। সকালে সিলেটে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামায়াত-শিবির কর্মীরা। ভোরে নগরীর দরগাগেইট, মেডিকেল সড়ক, তালতলা, মদিনামার্কেট, কুমারপাড়ায় ঝটিকা মিছিল করে হরাতালকারীরা। এ সময় ব্যাপক গাড়ি ভাংচুর এবং টায়ারে আগুন ধরানো হয়। বিভিন্ন স্থানে ২০-২৫টি হাতবোমাও ফাটানো হয়। সকাল ৮ টার দিকে রাজধানীর মিরপুরে পিকেটাররা গাড়ি ভাংচুর করে। এসময় পুলিশ ২ জনকে আটক করে। ধানমন্ডি আবাহনী মাঠের সামনে একটা হিউম্যান হলারে আগুন দেয়া হয় সকাল ৯ টায়। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। এদিকে গত রাতে বিজিবি সদস্য নামানো হলেও পরে তাদের প্রত্যাহার করে নেয়া হয়। আজ সকালে জাতীয় সংসদ ভবনের পাশের সড়কে কয়েক গাড়ি সেনা সদস্যদের দেখা গেছে। তবে তারা কি কারণে সেখানে তা জানা যায়নি।
বার্তাবাংলা ডেস্ক »
শেয়ার করুন »