বার্তবাংলা রিপোর্ট :: ঝড়ের কবলে পড়ে বরিশালের কীর্তনখোলা নদীর চরে আটকে যাওয়া লঞ্চ এমভি সুরভী-৭ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে যাত্রীদের অন্য লঞ্চের মাধ্যমে বরিশাল ফিরিয়ে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় এমভি সুরভী-৭ লঞ্চটি দিক হারিয়ে কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকার একটি চরে আটকা পড়ে। খবর পেয়ে বিআইডব্লিউটিসির উদ্বারকারী টাগবোট ‘অগ্রযাত্রা’ ঘটনাস্থলে পৌছে। কিন্তু পানি কম থাকায় লঞ্চটি উদ্বার করা সম্ভব হয়নি। এদিকে ওই লঞ্চের যাত্রীদের অন্য লঞ্চের মাধ্যমে শুক্রবার সকালে বরিশালে ফিরিয়ে নেয়া হয়।